শিলিগুড়ি: শিলিগুড়িতে আরও এক জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রের খবর, আক্রান্ত মহিলা নকশালবাড়ির বাসিন্দা। সবমিলিয়ে শিলিগুড়িতে একদিনে দুই করোনা আক্রান্তের হদিস মিলল।
এর আগে রাত ৮টা নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, মেডিকেলের আইসোলেশনে ভর্তি ৫৯ বছর বয়সি খড়িবাড়ির বাসিন্দা এক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ওই মহিলা ক্যানসারের চিকিৎসা করিয়ে মুম্বই থেকে বাড়িতে ফিরেছেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শনিবার তাঁকে মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু তার আগে তিনি বেশ কিছু মানুষের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছে।
এমনকি যে অ্যাম্বুল্যান্সে তিনি মুম্বই থেকে ফিরেছেন তাতে আরও ৪ জন ছিলেন। ওই মহিলা সহ ৩ জন খড়িবাড়ির বাসিন্দা হলেও বাকি দুজনের বাড়ি ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে। খড়িবাড়ির ৩ জনের হদিস পাওয়া গেলেও বাকি দুজনের খোঁজ রাত পর্যন্ত মেলেনি। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের একাংশ মনে করছেন, ওই মহিলা মুম্বইতেই করোনায় আক্রান্ত হন। ফলে সংক্রমণ আরও অনেকের মধ্যেই ছড়িয়েছে।
অন্যদিকে, রাত সাড়ে দশটা নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, নকশালবাড়ির এক মহিলাও করোনা আক্রান্ত হয়েছেন। শিলিগুড়িতে একদিনে মোট দুজন করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আক্রান্ত দুজনকেই রাতে কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
এনিয়ে দার্জিলিং জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩। চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। তবে যেটা আশার কথা, এখনও পর্যন্ত ৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন।
(সৌজন্যে: উত্তরবঙ্গ সংবাদ)
0 Comments: