শিলিগুড়ি: নকশালবাড়ির পর এবার ফের করোনার থাবা বাগডোগড়াতে । শুক্রবার নকশালবাড়ির ব্লকের বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিকের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, তাঁদের একজন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। অন্যজনের বাড়ি, আপার বাগডোগরায়। কয়েকদিন আগেই তাঁরা বিশেষ ট্রেনে দিল্লি এবং মুম্বই থেকে ফিরেছেন। এখানে ফেরার পর থেকে দু’জনেই হাতিঘিসা কোয়ারান্টিন সেন্টারে ছিলেন। সেইসময় তাঁদের লালার নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল ।
আজ বিকেলে এই দু’জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই তাঁদের হিমাঞ্চল বিহারের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকদিন আগেই নকশালবাড়িতে এক মহিলার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
অন্যদিকে, এদিনই কার্শিয়াংয়ে ৪জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। এই ৪জনও কয়েকদিন আগেই শ্রমিক স্পেশাল ট্রেনে ভিন রাজ্য থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে ২জন পুরুষ এবং ২জন মহিলা রয়েছেন। তাঁদের দুজনের বাড়ি সোনাদা এবং বাকি ২জন কার্শিয়াং পুরসভা এলাকার বাসিন্দা বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে।
(সৌজন্যে -উত্তরবঙ্গ সংবাদ)
0 Comments: